প্রকাশিত: Mon, Jan 1, 2024 9:16 PM
আপডেট: Tue, Jan 27, 2026 3:50 AM

[১]শ্রম আইন লঙ্ঘন মামলায় আপিলের শর্তে ড. ইউনূসের জামিন

এম.এ. লতিফ, আদালত প্রতিবেদক: [২] শ্রম আইন লঙ্ঘন মামলায় শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ ৪ জনকে ৬ মাস কারাদণ্ড দেওয়ার পর জামিন দিয়েছেন আদালত।

[৩] সোমবার ঢাকার শ্রম আদালত-৩ এর বিচারক শেখ মেরিনা সুলতানা এই রায় দেন।

[৪] অন্য তিনজন হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক মো. আশরাফুল হাসান এবং দুই পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহান।

[৫] শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় শ্রম আইনের ৩০৩ এর ৩ ধারায় দোষী সাব্যস্ত করে ৪ জনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ৫ হাজার টাকা জরিমানা করেন আদালত। জরিমানার টাকা দিতে ব্যর্থ হলে প্রত্যেককে ১০ দিনের কারা ভোগ করতে হবে বলে রায় বলা হয়।

[৬] অন্যদিকে শ্রম আইনের ৩০৭ ধারায় প্রত্যেককে ২৫ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এই টাকা পরিশধে ব্যর্থ হলে ১৫ দিন কারা ভোগ করতে হবে বলে রায় বলা হয়।

[৭] ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

[৮] রায় ঘোষণার সময় ড. ইউনুসসহ চারজন আদালতে উপস্থিত ছিলেন। রায় ঘোষণার পর চারজনের পক্ষে ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন জামিনের আবেদন করেন। পরে আপিলের শর্তে তাদের জামিন দেওয়া হয়। আগামী এক মাসের মধ্যে আপিল করতে হবে বলে আদেশে বলা হয়।

[৯] রায়ে বলা হয়েছে আসামিদের পক্ষে শ্রম  আইন লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হয়েছে। দুপুর সোয়া দুইটার সময় আদালত রায় ঘোষণা করেন। সম্পাদনা: ইকবাল খান